• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাকায় কর্মরত দুই খ্যাতনামা সাংবাদিকের সাথে চাঁদপুরে সাংবাদিকদের মতবিনময় সভা

কাজে অাস্থা ও লক্ষ্য স্থির থাকলে সফলতা অাসবেই : হেলাল উদ্দিন

প্রকাশ:  ২৩ নভেম্বর ২০১৮, ০০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় কাজ করা,দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও বানিজ্যিক ইডিটর হেলাল উদ্দিন বলেছেন,সাংবাদিকদের তাঁর কাজের প্রতি অাস্থা ও লক্ষ্য স্থীর থাকলে সফলতা অাসবেই।গতকাল ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে ঢাকায় কর্মরত দুই ক্ষ্যাতিনামা সাংবাদিকের সাথে চাঁদপুরের সাংবাদিকদের মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অারো বলেন,অামার জিবনে যা হওয়ার চিন্তা ছিলো তার চাইতে বেশি কিছু হয়েছি বলে মনে করি।জিবনে প্রথমে দৈনিক খবর পত্রিকায় কাজ করার চেষ্টা করি।পরে অনেক চেষ্টার পর চাঁদপুর জেলা প্রতিনিধি হয়েছিলাম।পরে অামার কর্ম দক্ষতায় অাজ দেশের সেরা পত্রিকা যুগান্তরে কাজ করার সুযোগ হয়েছে।ওই সময়ে কাজ করতে গিয়ে চাঁদপুর প্রেস ক্লাবের প্রবীন সাংবাদিকদের কোন সহযোগিতা পাইনি।অাজকে প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে এসে অনেক নতুন তরুন সাংবাদিকদের দেখে অামি অনেক অভিভূত হয়েছি।জিবনে বড় ও প্রতিষ্ঠিত সাংবাদিক হতে হলে সকল লোভ লালসা ত্যাগ করতে হবে।জিবনে সাংবাদিকতা করতে গিয়ে অন্যায়ের সাথে কখনো অাপোস করিনি।তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,এ পেশাটাকে মহান পেশা হিসেবে দেখেন।তাহলে অাপনারা লক্ষ্য মাত্রায় পৌঁছতে পারবেন।চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য অামার দরজা সব সময় উন্মুক্ত থাকবে।এ সময়

বিশেষ অতিথির বক্তব্যে দীর্ঘ দুই দশক সাংবাদিক পেশায় কর্মরত এবং এস এ টিভির সাবেক হেড অব নিউজ মাহমুদ অাল ফয়সাল বলেন,সাংবাদিকরা নিজেদেরকে অালোক হিসেবে দেখুন।অাপনারা নিজেদেরকে অালোকিত করতে পারবেন।পেশাগত ভাবে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে।তাহলে সাংবাদিকরা তাদের কর্মে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন।তিনি অারো বলেন,সাংবাদিকরা দেশ ও জাতির কাছে দায়বদ্ধও থাকতে হবে।তাহলেই দেশ ও জাতির কল্যাণে বহুদূর এগিয়ে যেতে পারবেন।তিনি চাঁদপুর সম্পর্কে বলেন,শহরের মিশন রোডে একটি ময়লার বাঘার(স্তুপ) দেখতে পেলাম।শহরের প্রধান স্থানে এরূপ ময়লার বাঘার জনসাধারণের চলাচলে স্বাস্থ্যগত বিগ্নের সৃষ্টি ঘটায়।এটি এখান থেকে অপসারনের জন্য অাপনাদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে অামি মনে করি।এছাড়া শহরে যে পরিমান অটো দেখতে পেলাম এতে অামার মনে হলো চাঁদপুর শহরটি অটোর শহরে পরিণত হয়েছে।তিনি অারো বলেন,ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে যে কোন অপশক্তিকে ধংস করা সম্ভব।সাংবাদিকরা জাতিকে এগিয়ে নিতে এই ঐক্যের মাধ্যমে সহযোগিতা করতে পারেন।এ সময় তিনি বলেন,অামার সাাংবাদিকতার ৩২
বছরে বহু সাংবাদিক দেখেছি।তাঁর মধ্যে সাংবাদিক হেলাল হচ্ছেন অন্যতম।কারন তিনি হচ্ছেন নিউজের ডিপু।চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মির্জা জাকিরের পরিচালনায় এ সময় অারো বক্তব্য রাখেন,চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,কাজী শাহাদাৎ,বি এম হান্নান,শহীদ পাটওয়ারী,শরীফ চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক রহিম বাদশা,গিয়াস উদ্দিন মিলন,সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ দেলোয়ার অাহমেদ,প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অধ্যাপক অাহসানুজ্জামান মন্টু,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অাল ইমরান শোভন,সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান বেলাল প্রমুখ।
বক্তাদের এসময় দীর্ঘ ক্ষনের খোলামেলা অালোচনা এক ধরনের অাড্ডায় পরিণত হয়।তাঁরা উন্মুক্ত এ অাড্ডায় তাঁদের জিবনের দুঃখ-সুখের স্মৃতিময় কথা গুলো সবার মাঝে বলে ভাব বিনিময় করেন।এ সময় স্থানীয় ও বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিরা চাঁদপুর প্রেস ক্লাবে অাসলে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা অতিথিদের পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।পরে তাঁরা চাঁদপুর শহরের বড় ষ্টেশনের মোলহেডে ঘুরতে যান।সেখানে ট্রলারযোগে পুরাণ বাজার হরিসভা এলাকার মেঘনা ভাঙ্গনের সচিত্র দেখা সহ সবাই কিছুক্ষণ নদী পথে ভ্রমণ করেন এবং বিশেষ মূহুর্তে সেলফি ও ফটোশেশান করতে থাকেন।