• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ চাঁদপুরে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ)

প্রকাশ:  ২১ নভেম্বর ২০১৮, ১৫:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে চাঁদপুর শহরে আজ বুধবার জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সকাল ৯টায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত এবং পরবর্তীতে মিলাদুন্নবীর তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে অনুষ্ঠানস্থল থেকেই জশ্নে জুলুছ (বর্ণাঢ্য র‌্যালী) বের হবে। র‌্যালিটি শহর ঘুরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। ঈদে মিলাদুন্নবী (দঃ) উদ্যাপন পরিষদ, চাঁদপুর-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চাঁদপুরের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক এএইচএম আহসান উল্লাহ।

সর্বাধিক পঠিত