• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় তিন নারী ছিনতাইকারী আটক

প্রকাশ:  ২১ নভেম্বর ২০১৮, ১৫:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ার রহিমানগরে স্থানীয় জনতা ও ১১নং দক্ষিণ গোহট ইউপি চেয়ারম্যানের সহায়তায় ছিনতাইকারীচক্রের ৩ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার রহিমানগর বাজারে শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের রুহুল আমিনের স্ত্রী মনোয়ারা বেগমের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ৩ নারী ছিনতাইকারী। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মনোয়ারা বেগম গোহটের রিক্সাচালক ফারুকের সহযোগিতায় বাজারের লোকজনকে নিয়ে ওই ছিনতাইকারীদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন কচুয়া থানার পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে এসে তাদের আটক করে থানায় নিয়ে যান। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গন্না গ্রামের আলমের স্ত্রী ইয়াছমিন (৩২), মিজানের স্ত্রী রুজিনা (২৪) ও আফজালের স্ত্রী আকলিমা (২৭)।

সর্বাধিক পঠিত