• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ অফিসার্স ক্লাবের কার্যকরী কমিটির অভিষেক

প্রকাশ:  ২১ নভেম্বর ২০১৮, ১৫:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি’র অভিষেক গত সোমবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। একই সময় উপজেলার কয়েকটি বিভাগের ৩ জন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
নতুন কমিটির অভিষেক উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী ও অফিসার্স ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারী জিয়াউল ইসলাম মজুমদারের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোর্তিময় ভৌমিক, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আরএমও ডাঃ মোঃ আসাদুজ্জামান, সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান, সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, ইসলামী ব্যাংক ম্যানেজার মোঃ এমদাদ উল্যাহ, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা পরিসংখান অফিসার আবুল কাশেম, যুবউন্নয়ন অফিসার ইব্রাহীম মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সভাপতি নুরুন্নবী নোমান, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
পরে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সাব-রেজিস্ট্রার মোঃ মফিজুর রহমানকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেয়া হয়। তার আগে ফরিদগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত