• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনা পৃথক স্থানে গুরতর আহত ২

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ১৯:১৬
মোঃ জাবেদ হোসেন
প্রিন্ট

প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা অথচ আমরা এর প্রতিকার করতে পারছি না । কিন্তু কেন? সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছেই। বেপরোয়া চালনা, বিশেষ করে ওভারটেকের কারণে প্রাণহানি-পঙ্গুত্বের শিকার হচ্ছেন অনেক মানুষ বাড়ছে দুর্ঘটনা। বুয়েটের হিসাবে, ৩৭ শতাংশ দুর্ঘটনা ঘটে চালকের বেপরোয়া মনোভাবের কারণে। যাত্রী তোলার প্রতিযোগিতায়ও দুর-ঘটনা।এমনি ঘটনা ঘটে গত ২০ নভেম্বর সকাল৭টায় মতলব পেন্নাই সড়ক কালিভাংতি খলিল কসাই বাড়ীর সামনে।আহত মা জহুরা বেগম বলেন, হাজীগঞ্জ উপজেলার রাজাপুর বেপারী আব্দুল আউয়াল গাজীর ছেলে বাবুর হাট মুসলিম ব্রেড এর সেল্স মেন রাসেল গাজী(২২) বেকারী ভ্যান গাড়ী বাবুর হাট থেকে নিয়ে মতলব এর উদ্দেশ্য রওয়ানা দিলে সঠিক পথ দিয়ে যাওয়া সময় বাবুর হাট থেকে আসা  অঘাত  এ্যাম্ভুলেক্স গাড়ীটি অতিরিক্ত গতি বাড়িয়ে ওভারটেক করার সময় নিয়ন্তন রাখতে পারেনি তাই রাসেলের ভ্যান গাড়িটির সাথে ধাক্কা দিলে রাসেল ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পাশে পড়ে যায়।এ দেখে এলাকাবাসী আহত রাসেল কে উদ্ধার করে। চাঁদপুর জেলারেল হাসপাতালে নিয়ে র্ভতি করানো হয়। তার অবস্থা  আশংখ্যা জনক।এদিকে গত ১৯ নভেম্বর সোমবার সকাল ৮টায় বাটিয়ালপুর চৌরাস্তা কর্মকার বাড়ি মৃত রমেশ কর্মকার ছেলে রঞ্জিত কর্মকার (৪০), চৌরাস্তায় দুধ ক্রয় করা  অবস্থায় ধানুয়া থেকে ফরিদগঞ্জ যাওয়ার পথে বাটিয়ালপুর চৌরাস্তার সামনে অতিরিক্ত গতিতে অটোরিক্সা নিয়ন্ত্রণ করতে না পেরে   রঞ্জিত উপর দিয়ে চালিয়ে দেয়। এতে গুরুতর আহত হয় রঞ্জিত।

সর্বাধিক পঠিত