ফরিদগঞ্জে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে আহত ৩, থানায় অভিযোগ
চাঁদপুর ফরিদগঞ্জে পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে আহত ৩ এর খবর পাওয়া গেছে।আহতর পারিবারিক সুত্রে জানায়,গত রোববার ১৮ নভেম্বর দুপুর ১টায় পৌর ৫নং ওয়ার্ডে পশ্চিম বড়ালী আজিম বাড়ির মৃত লনী মিয়ার ছেলে তাবারক উল্লা (৪৫) ফুফাতো ভাই তোফায়েল পারিবারিক কথা বলার সময় একই এলাকার দুলাল হোসেনের স্ত্রী সুফিয়া বেগম পূর্বে জমি নিয়ে বিরোধ রয়েছে তা দেখে তোফায়েল তাবারকউল্লা বলে জায়গা দখল করার জন্য তাবারকউল্লা ২লাখ টাকা দিয়ে ভাড়া করবি কোন লাব হবে না।এই কথা কাটাকাটির এক পর্যায়ে, তাবারকউল্লাকে একই এলাকার শাজাহান বেপারী ছেলে আব্দুর রহিম (২২),আব্দুর করিম(২৭)সহ মোঃ জুয়েল হোসেন(২৮) মোঃদুলাল হোসেন এসে তাবারক উল্লা কে বাশ লাঠি দিয়ে এলোপাথাড়ি মারদোর করে। তাবারক উল্লার চিৎকারে স্ত্রী ফিরোজা বেগম(৩৮) মেয়ে লিলি আক্তার (১৬) বাঁচাতে এলে তারাও রেহাই পাইনী পরে আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলেএলে তাদের দাওয়া করলে পালিয়ে যায়। এদিকে আহতদরে ঘটনা স্থলে থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। এদিকে আহতদের পরিবার কে শাহাজানের বড় ছেলে সিএন জি চালক কথিত পুলিশে সোর্স আব্দুর রহমান থানায় অভিযোগ না করার জন্য বারন করেন।অপর দিকে ফরিদগঞ্জ থানায় আহত তাবারকউল্লার স্ত্রী ফিরোজা বেগম বাদি হয়ে অভিযোগ করেন।