• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশ:  ২০ নভেম্বর ২০১৮, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশিমপুর পূরণ এলাকায় পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে হৃদয় পাটওয়ারী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ১৯ নভেম্বর সোমবার সকাল ১১টায় পূরণ পাটওয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মামা ফয়সাল জানান, ঘটনার দিন হৃদয় বাড়ির সামনে অন্যান্য শিশুর সাথে খেলাধুলা করছিলো। ওই সময়ে পাওয়ার ট্রলিটি বেক গিয়ার দিলে গাড়ির পেছনের চাকা শিশুটির মাথার উপর উঠে যায়। তখন অন্যান্য শিশুর ডাকচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে শিশুটিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথে ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায়। গাড়িটি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নাছির মিয়ার বলে জানা গেছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল জানান, এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।

সর্বাধিক পঠিত