ফরিদগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ফরিদগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি পুনর্বাসনের জন্যে বরাদ্দকৃত ভুট্টা-৩০০, সরিষা-১০০ বোরো-১৮০, বিটিবেগুন-০৩ ও গ্রীষ্মকালীন মুগ-১০০ বিঘাসহ সর্বমোট ৬শ’ ৮৩ বিঘা আবাদের জন্যে ৬শ’ ৮৩ জন কৃষককে নীতিমালা ও রোডম্যাপ অনুযায়ী বিনামূল্যে বীজ ও সার (ডিএপি এবং এমওপি) প্রদান করা হয়।
বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনীতে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজের সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাহেদ সরকার, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর মোঃ আবদুর রশীদ ও উপজেলা কৃষি অফিসার (এলআর), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মোহাম্মদ মাহবুব-উর-রহমান প্রমুখ।