• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৮, ০৯:২২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নস্থ মুজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খান, উপজেলা যুবলীগ নেতা রেজোয়ান খন্দকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএ কুদ্দুস, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা যুবলীগ নেতা কাজী মিজান, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খানসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সর্বাধিক পঠিত