বিএনপির পুরানো চেহারা আবার মানুষের সামনে ফুটে উঠছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
গতকাল শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, জনগণ এখন ভালো করেই জানে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আপনারা যে নৌকাতেই ভোট দিবেন এটা আমার বিশ^াস।
তিনি আরো বলেন. বিএনপির পুরানো চেহারা আবার মানুষের সামনে ফুটে উঠছে। বিএনপি আবারো জ¦ালাও-পোড়াও আন্দোলন শুরু করেছে। বিএনপি যে সন্ত্রাসী দল সেদিন পল্টনে জ¦ালাও-পোড়াও আন্দোলনের মাধ্যমে তারা আবারো প্রমাণ করলো। বিএনপির বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অহেতুক জ¦ালাও-পোড়াও আন্দোলন অনেক সহ্য করা হয়েছে। এবারের নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবে না।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী ও ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ সরকারের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুল ইসলাম আনিছ, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিটু, ষাটনল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দোলন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, জেলা পরিষদের সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।