• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বর্তমান সরকারের বিকল্প নেই : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল শনিবার মতলব উত্তর উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
    উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জিএম ফারুক, এসএপিপিও এসএম সৈয়দ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা  সালাউদ্দিন প্রমুখ।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, বর্তমান সরকার কৃষিক্ষেত্রে উন্নয়নে কৃষকদের বিভিন্নভাবে প্রণোদনা প্রদান করছে। কৃষিক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।
    তিনি আরো বলেন, দেশের সার্বিক উন্নয়ন করতে হলে আগে প্রয়োজন কৃষকদের উন্নয়ন। কৃষকদের উন্নয়নের জন্যে প্রয়োজন কৃষি পণ্যের ন্যায্যমূল্য ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ। বর্তমান সময়ে সবকিছুই পাচ্ছেন কৃষকরা। সরকার কৃষকদের যে সুযোগ-সুবিধা দিচ্ছে তা কৃষকদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
    সভা শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০১৮-১৯ অর্থ বছরে রবি ও খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৪শ’ ৮৩জন কৃষক সরিষা, ভুট্টা, বোরো ধান, মুগ, বিটি, বেগুন বীজ ও সার পাবেন।