• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে প্রতিষ্ঠা পাচ্ছে আলীগঞ্জ হাই স্কুল

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের উদ্যোগে আলীগঞ্জ হাই স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা পাচ্ছে। এ বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্যে গতকাল উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে এলাকাবাসীকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন বিদ্যালয়টির নাম আলীগঞ্জ হাইস্কুল নামকরণ করা হয়েছে।
    বৈঠক সূত্রে জানা গেছে, আলীগঞ্জ, কংগাইশ ও এনায়েতপুর এলাকায় দশ হাজার জনগণের বসবাস। তাদের সুন্দর ভবিষ্যৎ ও জীবন গড়ার জন্যে ঐ এলাকায় কোনো মাধ্যামক শিক্ষা প্রাতিষ্ঠান নেই। তদুপরি হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ সরকারি হওয়ায় সেখানে আসন সংখ্যা সীমিত থাকবে। আমাদের অনেক সন্তান সেখানে ভর্তি হতে পারবে না। এই বিবেচনায় গত ৪ নভেম্বর এলাকাবাসী প্রাথমিকভাবে গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থি’তিতে একটি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সম্মতি প্রকাশ করেন।
    সে আলোকে গতকাল শনিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে পুনরায় এলাকাবাসীর আহ্বানে আয়োজিত বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। নতুন বিদ্যালয়ের নামকরণ করা হয় আলীগঞ্জ হাই স্কুল। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে এলাকাবাসী সম্পত্তি দান ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন মজুমদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কালাম, কন্ট্রাক্টর মোঃ শাহাজান, ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ মজুমদার, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, আবুল কাশেম মাস্টার, আব্দুস ছাত্তার মাস্টার, আলী হোসেন মাস্টার, ফারুক ডিলার প্রমুখ।

 

সর্বাধিক পঠিত