• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সরকারি কলেজে আরো তিন বিষয়ে মাস্টার্স কোর্স চালু

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সরকারি কলেজে আরো ৩ বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিয়েছে জাতীয় বিশ^বিদ্যালয়। এর আগে এ কলেজে ১৩টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু ছিলো। সদ্য অনুমতি দেয়া তিনটি বিষয়সহ এবার মোট ১৬টি বিষয়ে এ কলেজে মাস্টার্স কোর্স সম্পন্ন করতে পারবে শিক্ষার্থীরা।
    কলেজ কর্তৃপক্ষ জানায়, গত ১৫ নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন এবং পদার্থবিদ্যা বিষয়ে মাস্টার্স কোর্স চালুর অনুমতি প্রদান করেছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনুমতিপ্রাপ্ত প্রতিটি বিষয়ে ৫০টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ড. মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
    তিনটি বিষয়ে নতুন করে মাস্টার্স কোর্স চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি কলেজে তিনটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্যে ডিও লেটার দিয়েছিলেন ও সার্বিক তত্ত্বাবধান করেছেন। অবশেষে ১৫ নভেম্বর কলেজে ৩টি অনার্স কোর্সকে মাস্টার্স পর্যন্ত উন্নীত করেছে জাতীয় বিশ^বিদ্যালয়। আমরা অত্যন্ত আনন্দিত। উপরোক্ত তিনটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হওয়ায় শিক্ষার্থীদের এখন আর অন্য কোথাও গিয়ে মাস্টার্স করতে হবে না। তিনি এ সময় জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

সর্বাধিক পঠিত