• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শিক্ষকদের আনন্দ মিছিল

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

এমপিভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০%  বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কচুয়ায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষকরা আনন্দ মিছিল করেছেন।
    গত বৃহস্পতিবার মিছিলটি কচুয়ার বাইপাস সড়ক থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট বিল্ডিংয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জমিয়াতুল মোদার্রেসিন উপজেলা শাখার সভাপতি মোঃ সালেহ আহম্মদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল আলম মজুমদার প্রমুখ। মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত