• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ডিবেট মুভমেন্টের নতুন কার্যকরী পরিষদ গঠন

সভাপতি রাহাদ দেওয়ান সাধারণ সম্পাদক ফাতেমা তন্বী

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ বিতর্ক সংগঠন হিসেবে স্বীকৃত চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর ২০১৮-১৯ বর্ষের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের জরুরি কার্যনির্বাহী পরিষদের সভায় মোঃ রাহাদ দেওয়ানকে সভাপতি এবং ফাতেমা আহমেদ তন্বীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহজাবিন অধরা, ভিভিয়ান ঘোষ ও তাপস মজুমদার, যুগ্মসাধারণ সম্পাদক এমকে মুন্না, মোঃ আল আমিন তালুকদার ও মিঠুন চন্দ্র ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ইমরান আরাফাত ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার এবং রিভা আক্তার, কোষাধ্যক্ষ শামিম খান, বিতর্ক ও বিতার্কিক ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সালাহউদ্দিন, প্রকাশনা সম্পাদক মোঃ ইউসুফ খান, দপ্তর সম্পাদক নুসরাত জেরিন, কর্মশালা সম্পাদক ইয়াসমিন সুলতানা, প্রচার সম্পাদক সায়েম হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ রেহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ সাখাওয়াত হোসাইন, তারিফ মারওয়ান, মোঃ রিয়াদ হোসাইন খান, তাপসী রাবেয়া এবং এইচএম শামিম।  
উল্লেখ্য, সিডিএম বিতর্ক সম্পর্কিত কার্যক্রমকে গতিশীল এবং বিতর্কের নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করছে। একই সাথে বিতার্কিক তৈরি ও জাতীয় পর্যায়ে চাঁদপুরের বিতর্ককে আরও বেশি শাণিত ও গতিধারায় আনতে সিডিএম-এর নতুন নেতৃত্ব কাজ করবে।

সর্বাধিক পঠিত