• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাঁশঝার থেকে গৃহবধূ হেলেনা বেগম (৩০)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের বাড়ির পাশে বাঁশঝারে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিলো। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
জানা গেছে, এখলাছপুর গ্রামের কামাল হোসেন প্রধান দুলালের মেয়ে হেলেনা বেগম (৩০) বাকপ্রতিবন্ধী। ৮ বছর পূর্বে কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে রাসেলের সাথে তার বিবাহ হয়। তাদের আরিচা মরিয়ম নামে ৬ বছরের এক কন্যা সন্তানের মৃত্যু হয়। পিতা রাসেল মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মেয়ের মৃত্যুর পর থেকে হেলেনা বেগম নিখোঁজ ছিলো। ২দিন পর নিখোঁজ হেলেনা বেগমের ঝুলন্ত লাশ পাওয়া যায়। মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠান। ঘটনার পর থেকে রাসেল আত্মগোপনে রয়েছে বলে জানায় এলাকাবাসী।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

সর্বাধিক পঠিত