হাইমচরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন
আওয়ামী লীগ সরকার কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে আসছে : নূর হোসেন পাটওয়ারী
হাইমচর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০১৮-১৯ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, কৃষকরা গায়ের ঘাম ফেলে দেশের খাদ্যের চাহিদা পূরণ করেন। তাই কৃষকরা হলেন সবচেয়ে সম্মানীয় ও শ্রদ্ধাভাজন। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর কোনো কৃষক সার ও বীজের জন্যে গুলি খেতে হয়নি। আওয়ামী লীগ সরকার কৃষকদেরকে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে আসছে।
গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষি ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কৃষি পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম। আলোচনা শেষে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।