• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা ন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটওয়ারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা ন্যাপের সভাপতি, চাঁদপুরের বিশিষ্ট সুধী ও সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারীর দাফন সম্পন্ন হয়েছে। দু’ দফা জানাজা শেষে গতকাল বুধবার বিকেলে তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে দুপুরে (বাদ জোহর) চাঁদপুর পৌর ঈদগাহে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
    উল্লেখ্য, আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারী মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৭৩ বছর। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
    আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারী চাঁদপুরের রাজনীতিসহ সমাজসেবা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নানাবিধ সামাজিক কর্মকা-ের সাথে আমৃত্যু সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি এবং চাঁদপুর রেড ক্রিসেন্ট, চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য, জোড়পুকুর পাড়স্থ বায়তুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি, ফরিদগঞ্জের কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পরিবারের সন্তান।
    গতকাল বুধবার দুপুর ২টায় পৌর ঈদগাহে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন চাঁদপুর বাসস্ট্যান্ডস্থ গোর-এ গরিবা জামে মসজিদের খতিব মাওঃ আব্দুর রশিদ তালুকদার। জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজনসহ অনেক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার দুর্গাপুর পাটওয়ারী বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের কবরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
    চাঁদপুর পৌর ঈদগাহে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাজা নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম ও মরহুমের ছেলে জামিল হোসেন।
    এদিকে আবুল কালাম পাটওয়ারীর মৃত্যুতে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জোড়পুকুর পাড় এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান গতকাল দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বন্ধ রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। আবুল কালাম পাটওয়ারী জোড় পুকুরপাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

 

সর্বাধিক পঠিত