ডাঃ দীপু মনির শোক
চাঁদপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি । এক শোক বার্তায় তিনি বলেন, জনাব আবুল কালাম পাটওয়ারীর মৃত্যুতে আমরা একজন যোগ্য অভিভাবককে হারালাম। মহান মুক্তিযুদ্ধে তিনিসহ তাঁর পরিবারের অসামান্য ত্যাগ এবং অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ পরিবারের সন্তান জনাব কালাম পাটওয়ারীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আলহাজ¦ আবুল কালাম পাটওয়ারী অসুস্থ হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাঃ দীপু মনি সেখানে তাঁকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন। ডাঃ দীপু মনি বেশ কিছু সময় হাসপাতালে তাঁর পাশে ছিলেন।