• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা

দেশের প্রতিটি সেক্টরে পরিকল্পিত উন্নয়ন হয়েছে : আবু সাহেদ সরকার

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১০:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল বুধবার সকালে ফরিদগঞ্জে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণে প্রচার এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যে ‘আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশন’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গত দশ বছরে কাজ করেছে। দেশের প্রতিটি সেক্টরে পরিকল্পিত উন্নয়ন হয়েছে। ফলে আজ দেশ নির্দিষ্ট সময়ের আগেই মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, রূপপুর পারমাণুবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ এখানো অনেক গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্প চলমান রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে এবং সরকারের উন্নয়ন ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই আমরা উন্নত দেশের সারিতে নিজেদের নিয়ে যেতে সক্ষম হবো। তবে এজন্যে আমাদের অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে আব্দুল গণি বাবুল পাটওয়ারী। আলোচনা শুরুর পূর্বে গত দশ বছরের উন্নয়ন নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।