• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান

প্রকাশ:  ১৩ নভেম্বর ২০১৮, ১২:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তোমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এমন একটি বিদ্যালয়ের থেকে পঞ্চম শ্রেণী, সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছ। যেভাবে বিদ্যালয়ের শিক্ষকগণ তোমাদের শিক্ষা দিয়েছে, সেভাবেই তোমরা পরীক্ষা দিবে। তোমাদের ভাল ফলাফল আমাদের বিদ্যালয়কে সম্মানিত করবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মোঃ নুরুজ্জামান খানের সঞ্চালনায় স্বাগত রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা সাফী বন্যা। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মনির হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অভিভাবক সদস্য হাসান ইমাম বাদশা। উপস্থিত ছিলেন বিদ্যালয় সাবেক সহকারী শিক্ষক  আলী আজম তালুকদার, মোঃ আব্দুল মালেক, মোঃ সফিউল্ল্যাহ, সহকারী শিক্ষক মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, সৈয়দা মোঃ নুরুজ্জামান, মোঃ মনির হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন তালুকদার, দিলরুবা ইয়াছমীন, রীতা দে, শিল্পী দত্ত, নাজমা আকতার, আইনুন নাহার, শাহীন আক্তার, রীনা পাল, রওশন আরা আক্তার, শিপ্রা চক্রবর্তী, শামীমা সুলতানা, নিগার সুলতানা, আঁখি রাণী দত্ত, সাদিয়া বেগম, কামরুন নাহার প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ ইসমাইল, চিশতিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ হাবিব উল্ল্যাহ।

সর্বাধিক পঠিত