আগুনে সর্বস্ব হারিয়ে নানার বাড়িতে আশ্রয় নেয়া শিশুর শ্লীলতাহানি ॥ আসামী পলাতক
ঘর পুড়ে গেছে আগুনে। সাময়িক আশ্রয় নিয়েছে নানার বাড়িতে। সেই নানার বাড়িতে এক নরপশুর দ্বারা ইজ্জত-সম্ভ্রম হারাতে গিয়ে কোনোক্রমে রক্ষা পেয়েছে ছয় বছরের ছোট্ট শিশু। মহসিন মিয়াজী (৫২) নামে সেই পশুরূপী লম্পট সম্পর্কে শিশুটির নানা হয়। তার বিরুদ্ধে শিশুটির মা ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযানের আগেই পালিয়েছে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত লম্পট মহসিন মিয়াজী। গত শনিবার দুপুরে এমন ঘটনাটি ঘটে হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন মিয়াজী বাড়িতে। মহসিন মিয়াজী ঐ বাড়ির মৃত কলিমউল্লাহর ছেলে। মেয়েটি মহসিন মিয়াজীর বাড়ির সম্পর্কে নাতনি।
সম্প্রতি হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বেপারী বাড়িতে আগুনে পুড়ে ১২টি পরিবারের ১৮ ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেই আগুনে সর্বস্ব হারানো একটি পরিবারের গৃহকর্ত্রী তার ৬ বছরের কন্যাশিশু নিয়ে বাবার বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের মিয়াজী বাড়িতে আশ্রয় নেয়। যতদিন নতুন ঘর তৈরি না হচ্ছে ততোদিন বাবার বাড়িতে থাকবেন এমন সিদ্ধান্তে বাবার বাড়িতে অবস্থানকালীন সময়ে গত শনিবার ঘটে দুর্ভাগ্যজনক আরেক দুর্ঘটনা।
শিশুটির নানী শাহীন বেগম জানান, শনিবার দুপুরের দিকে তার নাতনি প্রতিদিনের ন্যায় বাড়িতে খেলাধুলা করছিলো। একপর্যায়ে শিশুটি বাড়ির সামনে রাস্তায় আসলে বাড়ির মহসিন মিয়াজী ওরফে লিটন তার বাসার ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি কান্নাকাটি করতে দেখে তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনা খুলে বলে। তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন চাঁদপুর কণ্ঠকে জানান, শিশুটির মা থানায় অভিযোগ দিয়েছেন। সে আলোকে গতকাল রোববার শিশুটিকে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয়। পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আবু বকর ছিদ্দিক জানান, নির্যাতিত শিশুটির নানী আমাকে ঘটনাটি জানিয়েছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, শনিবার রাতেই শিশুটির মা ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। আসামী ধরার জন্যে সে রাতেই ঐ বাড়িতে অভিযান চালিয়ে আসামীকে পাওয়া যায়নি। তবে আসামীকে আটকের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন চাঁদপুর কণ্ঠকে জানান, এ বিষয়ে আমাদের কাজ চলছে। পলাতক আসামীকে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।
এদিকে এ ঘটনাটি এলাকায় মীমাংসা করে দেয়ার কথা বলে একটি দুষ্ট চক্র ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছে। আর এর জন্যে মামলার বাদীর (শিশুটির মা) উপর নানাভাবে চাপ প্রয়োগ করছে।