• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির পক্ষে সদর উপজেলা যুবলীগের প্রচারণা

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১১:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ডাঃ দীপু মনি এমপির পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ বেশ ক’টি ইউনিয়নে গিয়ে সর্বস্তরের মানুষের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। তারা বর্তমান সরকারের মেগা প্রকল্পসহ উন্নয়ন চিত্র এবং চাঁদপুর সদর ও হাইমচরে ডাঃ দীপু মনি এমপির গত ১০ বছরে প্রধান প্রধান উন্নয়ন চিত্র সম্বলিত প্রচারপত্র বিলি করেন।
    সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু, তাজুল ইসলাম মিয়াজী, সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর প্রমুখ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।