• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গত ৮ নভেম্বর বৃহস্পতিবার কচুয়া পৌরসভার হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ১শ’ ৫৬ জন শিক্ষার্থী ফরম ফিলাপের দাবিতে বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে।
    জানা যায়, এ বছর এসএসসিতে নিয়মিত ও অনিয়মত ২শ’ ৬৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে। তার মধ্যে সকল বিষয়ে পাস ও বিশেষ বিবেচনায় ১শ’ ১৩ জন উত্তীর্ণ হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া বলেন, শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী কৃতকার্য শিক্ষার্থীদের তালিকা কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয়েছে। এখন শুধুমাত্র কৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ করা হবে।
    বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন বলেন, বিদ্যালয়ে গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী ফরম ফিলাপের জন্যে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের পড়াশোনার মানোন্নয়ন হয়েছে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন থেকে বিরত হয়ে পড়ালেখায় মনোযোগী হবার আহ্বান জানান।

 

সর্বাধিক পঠিত