• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তফসিলকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে রোমান সমর্থকদের আনন্দ মিছিল

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১০:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে মোটর শোভাযাত্রা ও আনন্দ মিছিল হয়েছে। গত ৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে আনন্দ মিছিলটি ফরিদগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চাঁদপুর জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপনের নেতৃত্বে মিছিলে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুবলীগ নেতা মনির হোসেন, ফিরোজ আলম, সাজ্জাদ হোসেন টিটু, এসএম সোহেল রানা, সফিক, কামরুল সরকার, সুমন খান, সাহেদুল আলম সুমন, কাইউম গাজী, আরিফ পাঠান, মেহেদী হাসান বাপ্পি, সাদ্দাম, মামুন, হান্নান, ছাত্রলীগ নেতা রবিন ভূঁইয়া, আরিফ হোসেন, তানভীর মিঠু, মুন্না, শান্ত, আহাদ, জয়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।