• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ বড়স্টেশন মোলহেডে ‘শিল্পের শহর চাঁদপুর’ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশ:  ১১ নভেম্বর ২০১৮, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


    বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উন্মুক্ত স্থানে ‘শিল্পের শহর চাঁদপুর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ ১১ নভেম্বর রোববার বিকেল ৪টায় পর্যটন এলাকা চাঁদপুর বড়স্টেশন মোলহেডে ‘শিল্পের শহর চাঁদপুর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুরের শীর্ষ শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। উন্মুক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

সর্বাধিক পঠিত