নির্বাচন বিষয়ক প্রস্তুতি সভা
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ উপলক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে নির্বাচন বিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার জেলা প্রশাসকের বাসভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ এবং উপজেলা নির্বাচন অফিসারগণ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।