ডাঃ দীপু মনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে নির্বাচন করার জন্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির ৩/এ থেকে ডাঃ দীপু মনি গতকাল শুক্রবার দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন। ডাঃ দীপু মনি এমপির ব্যক্তিগত সহকারী এবং দলীয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের সংসদীয় আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সেল থেকে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন।