• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি উত্তোলনের অভিযোগ

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থেকে জোরপূর্বক শ্রমিক দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মেঘদাউর গ্রামের মৃত আছমত মুন্সির পুত্র মোঃ বাবুল মুন্সি ও খলিলুর রহমানের পুত্র কারীম উল্যার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বরাবর একই এলাকার মৃত খলিলুর রহমান বেপারীর পুত্র মোঃ কলিম উল্যা এ অভিযোগ করেন।
    অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, মেঘদাউর মৌজার বিএস ৩৩৭নং খতিয়ানের ১১১নং দাগের নাল ০২১০০ একর ভূমি হেবা দলিল মূলে মালিক থেকে ২৬০৪/২০১৫-১৬নং নামজারী ও জমাখারিজ কেস মূলে ১০৯৭নং খারিজী খতিয়ান সৃজনক্রমে ১৪২৫ বাংলা সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে সম্পত্তির মালিক কলিম উল্যা ভোগ-দখল করে আসছে। সম্প্রতি বাবুল মুন্সী ও কারীম উল্যা গংরা উক্ত সম্পত্তি থেকে জোরপূর্বক লেবার দিয়ে মাটি উত্তোলন করে তাদের বসতবাড়ি ভরাট করছে। সম্পত্তির মালিক কলিম উল্যা তার মালিকানাধীন সম্পত্তি থেকে মাটি উত্তোলন করতে দেখে শ্রমিকদের বাধা দিলে অভিযুক্ত বাবুল ও কারীম উল্যাহ গংরা কলিম উল্যাকে গালিগালাজসহ হুমকি-ধমকি প্রদান করে। কলিম উল্যা নিরূপায় হয়ে সুবিচার পাওয়ার আশায় গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বলেন, মেঘদাউর গ্রামের কলিম উল্যার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বাধিক পঠিত