• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ ও পরিচালনার ব্যয় উত্তোলনে আর বাধা নেই

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১২:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা সিএনজি স্কুটার, অটোরিক্সা, অটোটেম্পো, মিশুক, বেবী ট্যাক্সি, ট্যাক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক শ্রমিক কল্যাণ, পরিচালনার ব্যয় উত্তোলনসহ সাংগঠনিক পরিচালনায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন জেলা কমিটির সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক। তিনি জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কস ফেডারেশন গত ৫ নভেম্বর ১০৭নং স্মারকে লিখিতভাবে আমাদের সংগঠনটি শ্রম পরিদপ্তর কর্তৃক নিবন্ধিত মর্মে আদেশ দিয়েছে। এটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। গত ১৬ সেপ্টেম্বর ২০১৭ ফেডারেশনের নির্দেশ মতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচিত কমিটি যাতে শ্রমিকদের কল্যাণে ১০ টাকা হারে শ্রমিক কল্যাণ ও পরিচালনার ব্যয় উত্তোলন করতে পারে সেজন্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ওয়ার্ক ফেডারেশন সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক পত্রে আদেশ দেন।

 

 

সর্বাধিক পঠিত