• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এমদাদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে শেখ হারুনুর রশীদ

মানুষের কল্যাণে আমার সহযোগিতা থাকবে

প্রকাশ:  ১০ নভেম্বর ২০১৮, ১২:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পুরাণবাজারস্থ ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার ১০২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ নভেম্বর শুক্রবার মাদ্রাসা মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হারুনুর রশীদ শেখ (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : বিক্রমপুর রি-রোলিং মিল লিঃ ও ডিরেক্টর বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ, ঢাকা-এর পরিচালক) মাহফিলে সভাপ্রধানের বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি এ এলাকার সন্তান। ছোটবেলা ঢাকায় চলে গেছি। ৭৩ সাল থেকে ব্যবসা করছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। এখন মানুষের কল্যাণে এবং সমাজ উন্নয়নে কাজ করছি। শুধু এমদাদিয়া মাদ্রাসাই নয়, এলাকার আরো অনেক মসজিদ-মাদ্রাসার উন্নয়নে আমার সহযোগিতা রয়েছে।
মাদ্রাসার মোহতামিম ও শাইখুল হাদীস মাওঃ জাফর আহমাদের পরিচালনায় আমন্ত্রিত প্রধান মেহমানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী। এ সময় মাদ্রাসার সেক্রেটারী বিল্লাল হোসেন আখন্দ, প্রবাসী ব্যবসায়ী ও কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, যুবলীগ নেতা শাহাদাত হোসেনসহ মেহমানগণ উপস্থিত ছিলেন।
মাহফিলে আল্লাহ-রাসূল, ইসলাম, দ্বীন-দুনিয়া ও আখেরাত সম্পর্কে বয়ান করেন পীরে কামেল ও শাইখুল হাদীস আল্লামা মুফতি আবু সাঈদ (দাঃবাঃ), মুফতি হাবিবুর রহমার মিছবাহ, হযরত মাওঃ শফিকুল ইসলাম ও সালমান সাকী।

 

সর্বাধিক পঠিত