গাজীপুরে ইউপি সদস্যের শপথ গ্রহণ
হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত খাজা আহম্মদ তালুকদারকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গত ৭ নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বসাক এ শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য, ১নং গাজীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সফিক সিকদারের মৃত্যুতে এ পদটি শূন্য হয়। গত ১২ সেপ্টেম্বর এ ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩ নভেম্বর ভোটগ্রহণ তারিখ নির্ধারিত হলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলমসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।