• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাঃ দীপু মনির বাসায় দফায় দফায় মিটিং

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০১৮, ১২:৪৫ | আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১২:৪৭
চাঁদপুর পোস্ট ডেস্ক
ডাঃ দীপু মনি এমপি। -ফাইল ছবি
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর আসলেই তাঁর বাসার পরিবেশ থাকে ভিন্ন রকমের। দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের ভিড় থাকে দিন-রাত। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই পরিবেশ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত পুরো বাসা ছিলো নেতা-কর্মীতে ঠাসা। দফায় দফায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেছেন ডাঃ দীপু মনি এমপি। কেন্দ্র কমিটি গঠন, নির্বাচনী গণসংযোগ ও নানা কৌশল বিষয়ে নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ডাঃ দীপু মনি এমপি। তাঁর এ সার্বিক বিষয় তদারকি করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদস্য নূরুল ইসলাম নাজিম দেওয়ান, আলী আরশাদ মিয়াজী, আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমান পারভেজ, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম রেজওয়ান, পৌর ছাত্রলীগের সভপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী প্রমুখ।

সর্বাধিক পঠিত