মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছর পূর্তিতে শিশু সেমিনার ও পুরস্কার বিতরণ
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে শিশু সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ৮ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মেলার শিশু পরিষদের আহ্বায়ক মাহফুজ কাদরীর সভাপ্রধানে ও মেলার কার্যনির্বাহী পরিষদের সদস্য নূসরাত জাহান বিন্তুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন মেলার কার্যনির্বাহী সদস্য অধ্যাপিকা আইনুন্নাহার কাদরী। স্বাগত বক্তব্য রাখেন মেলার ৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান খান। বক্তব্য রাখেন মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, প্রাক্তন আহ্বায়ক ও প্রাক্তন সংগঠক দেওয়ান তোফাজ্জল হোসেন, প্রাক্তন আহ্বায়ক নেছার উদ্দিন কাদরী ও কচি-কাঁচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। প্রবন্ধের আলোচনায় অংশ নেন শিশু পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম আকিক, মনিরুজ্জামান বাবু ও নিসা মেহনাজ। মেলার সাংস্কৃতিক, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।