শাহরাস্তিতে টার্কি, তিথির ও কোয়েল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শাহরাস্তিতে ৩দিনব্যাপী টার্কি, তিথির ও কোয়েল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ বিভাগ মিলনায়তনে উপজেলা পরিষদের আর্থিক সহায়তায় ও প্রাণিসম্পদ বিভাগের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ, ভ্যাটেনারী সার্জন শওকত হোসেন সুমন, উপজেলা প্রকৌশলী রেজোয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যাহ চৌধুরী ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বলাই চন্দ্র ভৌমিক। কর্মশালায় মোট ২৫জন খামারি তত্ত্বীয় ও ব্যবহারিকভাবে টার্কি, তিথির ও কোয়েল পালনে প্রশিক্ষণ নিয়েছেন।