• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর মডেল থানায় ওপেন হাউজ ডে

সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে পুলিশ কাজ করছে : অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে থানার হল রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদ পারভেজ চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা প্রতি মাসের প্রথম সোমবার ওপেন হাউজ ডে করে থাকি। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনি এবং সমাধানের লক্ষ্যে কাজ করি। তিনি বলেন, পুলিশ কেবল প্রভাবশালীদের জন্যে নয়, পুলিশ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যণে কাজ করছে। তিনি আরো বলেন, সামনে নির্বাচন উপলক্ষে চাঁদপুরকে আমরা শান্তিতে রাখতে চাই। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
    চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিআই) ইন্সপেক্টর মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি রোটাঃ মোঃ জামাল হোসেন, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অঞ্চল-১ এর সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর, অঞ্চল-৬ এর প্রচার সম্পাদক ও জিটি রোড মহল্লা কমিটির সভাপতি  মুহাম্মদ আবদুর রহমান গাজী, বিষ্ণুদী মহল্লা কমিটির সাধারণ সম্পাদক তানজির রেজা রনি, বকুলতলা মহল্লার মোঃ সামছল প্রমুখ।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান মোল্লা, অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজিসহ পুলিশের বিভিন্ন অফিসার এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ।

সর্বাধিক পঠিত