• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিজয় মেলার প্রস্তুতি কাজ ও মাঠ পরিদর্শন করলেন স্টিয়ারিং কমিটির সভাপতি এমএ ওয়াদুদ

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০১৮, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিগত ২৬ বছরের ন্যায় এ বছরও গৌরবের ২৭তম বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এ মাঠে এখন মেলার প্রস্তুতি কাজ চলছে। এ কার্যক্রম পরিদর্শন করেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ। তিনি মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিজয় মেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ ও সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারের সাথে। গতকাল সোমবার দুপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার কার্যক্রমের অগ্রগতি দেখার জন্যে তিনি আসেন। এ সময় মেলাটিকে সার্বিকভাবে ফুটিয়ে তোলার জন্যে বিভিন্ন বিষয় নিয়ে মেলার কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন।
    ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭ বছরে এসে দাঁড়িয়েছে। ১ ডিসেম্বর থেকে এ বিজয় মেলা উদ্যাপনের লক্ষ্যে চাঁদপুরের প্রতিষ্ঠিত লাকি ডেকোরেটর মাঠ প্রস্তুতের কাজ শুরু করেছে।
    উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর থেকে চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে। ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। উদ্বোধক থাকবেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।

 

সর্বাধিক পঠিত