• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ছবি-০১ চাঁদপুর পৌর এলাকায় অর্ধশত কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০১৮, ০১:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে। গত দুই সপ্তাহ যাবৎ শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করে চলেছেন স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। এরই ধারাবাহিকতায় গতকালও উল্লেখযোগ্য উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন ডাঃ দীপু মনি এমপি। গতকাল চাঁদপুর সদর উপজেলার বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নে এবং চাঁদপুর পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তিনি। সবমিলিয়ে হবে শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প। এর মধ্যে চাঁদপুর পৌর এলাকারই ৫৭ কোটি ৭৭ লাখ টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।
    সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ডাঃ দীপু মনি বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার পর সময় স্বল্পতার কারণে তিনি পৌর এলাকার উন্নয়ন প্রকল্পগুলো স্ব স্ব এলাকায় গিয়ে উদ্বোধন করতে পারেন নি। তাই তিনি দুপুর আড়াইটায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পৌর এলাকার ১৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন ঘোষণা করেন।
    জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপ্রধানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।