• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গরিব-অসহায় মানুষের পাশে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে এসে ছিন্নমূল অসহায় হতদরিদ্রদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, সরকার অনেক দিয়েছে, তা আমরা দরিদ্রের মাঝে দিতে চাই, তাদেরকে পুনর্বাসিত করতে চাই। আমরা চাই এ দেশকে দরিদ্র আর ভিক্ষুক মুক্ত করতে। তিনি বেশ ক’জন ছিন্নমূল মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুঃখের কথা শুনেন। এ সময় তিনি জানান, চাঁদপুর সরকারি শিশু পরিবারে গৃহহীন ১০ জনকে রাখার ব্যবস্থা করা হয়েছে। গতকাল তিনি মতলব দক্ষিণ উপজেলার মনোয়ারা বেগম নামে ৫০ বছরের এক অসহায় নারীকে সরকারি শিশু পরিবারে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাতেই মনোয়ারা বেগমকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এখানে তিনি সরকারিভাবে খাবারসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।
    এছাড়া সিলেট শ্রীমঙ্গল থেকে আসা পঙ্গু শাহানারা বেগমকে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তাৎক্ষণিক নিজের অর্থায়নে একটি হুইল চেয়ার কিনে দেন। তাছাড়া হাইমচরের সহায় সম্বলহীন গৃহহারা রহিমা বেগম ও শ্রীমঙ্গলের সুফিয়া বেগমকে স্বামী ও শিশু সন্তানের চিকিৎসার জন্যে নগদ অর্থ দেন। জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান প্রায়সময় পায়ে হেঁটে শহরের হতদরিদ্রদের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। শহরের মুক্তিযোদ্ধা সড়কের সামনে অন্ধ বংশীবাদক বিমলের সাথে রাস্তায় বসে তিনি তার সাথে কথা বলেন। তখন অনেকেই জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন।