• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় জাতীয় রক্তদাতা দিবস ২০১৮ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে কচুয়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন আলোর মশাল ও আরো কয়েকটি সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।
    আলোর মশালের সভাপতি আবু সায়েমের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, সাধারণ সম্পাদক মনির প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, কচুয়া প্রেসক্লাবের সদস্য, কবি ও লেখক আলী আক্কাস তালুকদার, কচুয়া উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল মিজান প্রমুখ। বক্তব্য রাখেন সেইফ লাইফ ব্লাড ডোনেটিং ফাউন্ডেশনের সভাপতি সুজন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ, আলোর মশালের সহ-সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
    আলোচনা সভা শেষে কচুয়া পৌরসভার গেইট থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে আলোর মশাল ছাড়াও লাইফ ব্লাড ডোনার গ্রুপ, বন্ধন রক্তদাতা সংস্থা, সেইফ লাইফ ব্লাড ডোনেটিং ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

সর্বাধিক পঠিত