• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী মাঠেই শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিগত ২৬ বছরের ন্যায় এ বছরও গৌরবের ২৭তম বিজয় মেলার কার্যক্রম শুরু হচ্ছে। মাঠটি মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে। এ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের পর ফ্লাইট লেঃ এবি সিদ্দিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ গ্রহণ করে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাছাড়া এ মাঠের সামনের সড়কের নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা সড়ক এবং লেকের ওপর দ-ায়মান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’। পশ্চিম পাশের সড়কের নামকরণ করা হয়েছে লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরী সড়ক। মহান মুক্তিযুদ্ধের এতোসব স্মৃতীবিজড়িত স্থান এই হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠটি। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর গৌরবের ২৭ বছরে এসে দাঁড়িয়েছে। ১ নভেম্বর থেকে এ বিজয় মেলা উদ্যাপনের লক্ষ্যে মাঠ প্রস্তুতের কাজ শুরু করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর থেকে  মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হবে। ২৭তম বিজয় মেলা ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে উদ্বোধন করা হবে। প্রধান অতিথি থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধক থাকবেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
এ বছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ৫০টির মতো সাংস্কৃতিক ও নাট্য সংগঠন অংশগ্রহণ করবে।