• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে আমির আজম রেজার পক্ষে গণসংযোগ

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমির আজম রেজার পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার লাউতলী, ঘোড়াশালা, গাব্দেরগাঁও ও পূর্ব বড়ালী শাহজাহান কবির জুনিয়র হাইস্কুল সংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন নেতা-কর্মীরা। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের তথ্য সম্বলিত প্রচারপত্র বিতরণ এবং নৌকার পক্ষে শ্লোগান দিয়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, তোফায়েল পাটওয়ারী, জসিম উদ্দিন মিন্টু, মাসুদ আমিন, শাহ আলম মাস্টার প্রমুখ।

সর্বাধিক পঠিত