• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে জেলহত্যা দিবসের জনসভা সফল করতে দুর্গাপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তরে আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস উদ্যাপন উপলক্ষে ছেঙ্গারচরে আয়োজিত জনসভা সফল করার লক্ষ্যে ৫নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দুর্গাপুরস্থ ভাইস চেয়ারম্যানের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম সরকার ইমন।
দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুব হোসেন প্রধানের সভাপ্রধানে ও শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু সালেহ মোঃ খুরশীদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান আক্তার, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেকান্দার আলী মাস্টার, প্রচার সম্পাদক আঃ হান্নান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ডালিম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা দুলাল চিত্ত, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিধান চন্দ্র রায়, সহ-সভাপতি শান্ত সরকার, আওয়ামী লীগ নেতা মানিক মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিধান চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে যুবলীগ নেতা রতন সরকার, ইউপি সদস্য মুছা কলিমুল্লাহসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।