• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ডাকাতিয়া নদীতে বাল্কহেডের সাথে নৌকার সংঘর্ষে নিহত ১ আহত ৪

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের মুখার্জী ঘাট সংলগ্ন আল-আমিন একাডেমীর পেছনে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে ঘটনাস্থলে মোঃ মজিবুর রহমান গাজী (৩৭) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় নৌকার মাঝিসহ অপর ৩ আরোহী গুরুতর আহত হয়। আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডাকাতিয়া নদীতে। এ ঘটনায় নিহতের ভাই সদর যুবলীগের সদস্য তাফাজ্জল হোসেন তাফু চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
    প্রত্যক্ষদর্শী ডাকাতিয়া নদীর মাছের হ্যাচারীর মালিক ফারুক তালুকদার জানান, ডাকাতিয়া নদীতে নিহত মজিবুর রহমান গাজী, শাহীন চৌধুরী, টিটু বেপারী ও মনির মুন্সী নৌকায় ভ্রমণ করছিলো। নৌকাটি চালাচ্ছিলেন মাঝি বজু পাটোয়ারী (৬০)। এ সময় হঠাৎ করে পূর্ব দিক থেকে বালুবাহী মেহেদী ফাতেমা নামক বাল্কহেডটি দ্রুত গতিতে এসে তাদের নৌকাটিকে সজোরে আঘাত করে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলে নৌকাটি উল্টে যায়। তাৎক্ষণিক সাঁতরিয়ে শাহীন চৌধুরী, টিটু বেপারী ও মনির মুন্সী তীরে উঠতে পারলেও মজিবুর রহমান নদীতে তলিয়ে যায়। আহত সকলের বাড়ি শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকায়। ঘটনার পর পরই বাল্কহেডটি দ্রুত গতিতে পালিয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস ডাকাতিয়া নদীতে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে রাত পৌনে ১১টায় ঘটনাস্থলের পাশে ডাকাতিয়া নদীর পাড় থেকে মজিব গাজীর মৃতদেহ উদ্ধার করা হয়। মজিব গাজী পুরাণবাজার পূর্ব শ্রীরামদী এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি শহরের নতুনবাজার-পুরাণবাজার ব্রিজ সংলগ্ন মজিব মেটালের মালিক বলে তার ভাই তাফাজ্জল হোসেন তাফু জানান।

 

সর্বাধিক পঠিত