• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাহিত্য একাডেমীতে জমজমাট সাহিত্য আসর

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার সাহিত্যিকদের অংশগ্রহণে জমজমাটভাবে সাহিত্য একাডেমী চাঁদপুর-এর ৫৮তম মাসিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় এ আসর শেষ হয়।
    একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপ্রধানে আসরে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া। নাগরিক কবি শামসুর রাহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। মুহাম্মদ ফরিদ হাসানের সঞ্চালনায় আসরে সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক খুরশেদুল ইসলামকে স্মরণ করে তাঁর লেখা কবিতা পাঠ করেন কাজী শাহাদাত। কবিতা পাঠ করেন প্রবীণ লেখক পীযূষ কান্তি রায় চৌধুরী, সালাহ উদ্দীন, খান-ই-আজম, মুক্তা পীযূষ, কবির হোসেন মিজি, আসাদুল্লাহ কাহাফ, আজিজুর রহমান লিপন, ইয়াহু তাফু, ফাতেমা আক্তার শিল্পী, ফয়সাল মৃধা, আনিস আরমান, ফেরারী প্রিন্স প্রমুখ। গল্প পাঠ করেন ইকবাল পারভেজ ও গদ্য পাঠ করেন দেওয়ান পারভেজ। উপস্থিত ছিলেন গল্পকার কাদের পলাশ, সাংবাদিক ওয়াদুদ রানা, খোকন কর্মকার, নূরুল ইসলাম ফরহাদ, মামুন পাটওয়ারী, শাহমুব জুয়েল, কাজী সাইফ, হাসানুল কবির প্রমুখ।
    সভাপ্রধানের বক্তব্যে কাজী শাহাদাত বলেন, আর দুই আসর পরে সাহিত্য একাডেমী চাঁদপুর-এর নবপর্যায়ের সাহিত্য আসরের পাঁচ বছর পূর্তি হবে। বিগত আসরগুলো জেলার সাহিত্যিকদের পদচারণায় মুখরিত ছিলো। যারা সাহিত্য আসরে এসেছে, আলোচনা-সমালোচনা শুনেছে নিঃসন্দেহে তারা ঋদ্ধ হয়েছে। পূর্বের চেয়ে তাদের সাহিত্যকর্মের মান বেড়েছে। যার কারণে জাতীয়ভাবে এ জেলার লেখকরা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি আগামীতেও সবার অংশগ্রহণে সাহিত্য আসর জমজমাটভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।  
    উল্লেখ্য, প্রতি মাসের শেষ বুধবার সাহিত্য একাডেমী চাঁদপুর-এর মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আগামী সাহিত্য আসর ২৮ নভেম্বর বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত