• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক পাটওয়ারীর ইন্তেকাল

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শামছুল হক পাটওয়ারী আর নেই। তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। গতকাল বুধবার (৩১ অক্টোবর) দুপুরে বাদ জোহর মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই রাজনীতিবিদকে। আলহাজ¦ মোঃ শামছুল হক পাটওয়ারী গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না...রাজেউন)।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা। তিনি সুনামের সাথে রাজনীতির পাশাপাশি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি, আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মহামায়া মাদ্রাসার সহ-সভাপতি, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ ফজলুল হক সরকার, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ ও জেলা যুবলীগের সদস্য কামাল হেসেন খান লালু। জানাজার নামাজে ইমামতি করেন উজানী পীরজাদা, মহামায়া আল জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মোঃ আশেক এলাহী। মরহুমের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত¦না প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।
    জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ মুরাদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়কারী মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু মোল্লা, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি আঃ হান্নান খান মিলন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, ত্রাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর গাজী, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল বেপারী, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহসানসহ জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ।
    

 

 

 

সর্বাধিক পঠিত