• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়

একটিভ মাদার্স ফোরাম সদস্যদের সাথে সনাকের মতবিনিময় সভা

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরাম সদস্যদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল ৩১ অক্টোবর ২০১৮ বিকাল সাড়ে ৩টায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় একটিভ মাদার্স ফোরামের সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি কাজী শাহাদাত। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন একটিভ মাদার্স ফোরামের সমন্বয়ক মিতু বেগম।
    বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সক্রিয় মায়েদের ভূমিকা বিষয়ে সভার সভাপতি কাজী শাহাদাত বলেন, যে সকল মা একটিভ তাদেরকে নিয়ে একটিভ মাদার্স ফোরাম গঠন করা হয়েছে। শুধু ফোরাম গঠন করলে হবে না ফোরামের কিছু দায়-দায়িত্বও রয়েছে। ইতিমধ্যে আপনারা আপনাদের দায়িত্ব সস্পর্কে অবহিত হয়েছেন। তিনি আরও বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের নির্দেশনায় ও সনাক-চাঁদপুরের সহযোগিতায় জেলার ১১৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদার্স ফোরাম গঠন করা হয়েছে। সনাক-চাঁদপুর সদর উপজেলার ১৭৫টি স্কুলের একটিভ মাদার্স ফোরামের সমন্বয়কদের নিয়ে একটি সমাবেশ করার চিন্তা-ভাবনা করছে। এই ফোরামের সাথে শুধু সনাক মতবিনিময় সভা করলে হবে না, স্কুল কর্তৃপক্ষও মাসে অন্তত একবার সভার আয়োজন করলে ফোরামের সদস্যবৃন্দ তাদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হবেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম একটিভ মাদার্স ফোরাম হিসেবে আপনাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এই ফোরামকে স্বাবলম্বী হতে হবে। তিনি এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের প্রথম একটিভ মাদার্স ফোরাম হিসাবে এ স্কুলের এই ফোরাম যেন হারিয়ে না যায়। আপনারা এদেরকে দিক নির্দেশনা দিয়ে কার্যক্রমের সাথে যুক্ত রাখবেন। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।
    মতবিনিময় সভার উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর মনোহর আলী। তিনি বলেন, আপনাদের উদ্দেশ্য মহৎ। আপনারা সন্তানদের লেখাপড়ার প্রতি খুবই সচেতন। আর সচেতন বলেই আপনারা একটিভ মাদার্স ফোরামের সদস্য। আপনারা একটিভ মাদার্স ফোরামের যে ২১ জন সদস্য আছেন আপনারা স্কুলের অনিয়মিত শিক্ষার্থীদের নিয়মিত করার জন্যে এগিয়ে আসবেন। শিক্ষার মানোন্নয়নে স্কুলে যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। তাহলেই আপনাদের এই কমিটির কাজে আরও গতিশীলতা আসবে। একটিভ মাদার্স ফোরাম গঠনের উদ্দেশ্য হলো প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করা। বর্তমানে আপনারা স্কুলের শিক্ষার মানোন্নয়নে যেভাবে কাজ করছেন সেটা অব্যাহত থাকলে এই স্কুলের শিক্ষার মানোন্নয়ন আরও বৃদ্ধি পাবে।
    বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটিভ মাদার্স ফোরামের সম্পৃক্ততা বৃদ্ধিতে বিদ্যালয় কর্তৃপক্ষের (এসএমসি) করণীয় বিষয়ে আলোচনা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম মল্লিক। তিনি বলেন, আমরা শুধু নিজের সন্তানদের মানুষ করলেই হবে না অন্যের সন্তানদেরও মানুষ করতে হবে। তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে লেখাপড়া করতে পারে না তাদের জন্যে ফ্রি কোচিং দেয়ার চেষ্টা করবো। তিনি একটিভ মাদার্স ফোরামের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং ও বাল্যবিবাহের ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে সে সন্তান একদিন এদেশের উচ্চতম জায়গায় চাকুরি করতে পারবে। সন্তানদের লেখাপড়া ও পাশাপাশি আপনাদেরকে সামাজিক কাজ-কর্মেও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আপনারা স্কুলের শিক্ষার মানোন্নয়নে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সেক্ষেত্রে স্কুল ম্যানেজিং কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। স্কুল ব্যবস্থাপনা কমিটি যদি একসাথে স্কুলের উন্নয়নে কাজ করে তাহলে এই স্কুলে আমরা শিক্ষার মানোন্নয়নে বিপ্লব ঘটাতে পারবো।
    একটিভ মাদার্স ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল কারার জন্যে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা ও করণীয় এবং ফোরাম সদস্যদের সাথে প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষকগণের যোগাযোগ ও সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সিদ্দিকী। তিনি বলেন, একটিভ মাদার্স ফোরামের সদস্যবৃন্দ খুবই সচেতন। তারা সবসময় শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। তিনি একটিভ মাদার্স ফোরামের কার্যক্রম সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করে দেয়ার জন্যে সনাকের প্রতি আহ্বান জানান। পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করলে এই স্কুলের শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং স্কুলের বহু সমস্যার সমাধান হবে। এই স্কুলে অত্যাধুনিক একটি বাথরুম করার ক্ষেত্রে অনেকেই বিরোধিতা করলে একটিভ মাদার্স ফোরামের সদস্যবৃন্দ এগিয়ে এসেছেন বলেই পরবর্তীতে একটি অত্যাধুনিক বাথরুম করা সম্ভব হয়েছে। এছাড়াও স্কুলের বিভিন্ন কাজে ফোরামের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন। তিনি এমন একটি সভা আয়োজন করার জন্যে টিআইবি ও সনাককে ধন্যবাদ জানান।
    টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ রানার সঞ্চালনায় উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে একটিভ মাদার্স ফোরামের
দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ আব্দুল মালেক ও শাহানারা বেগম। উন্মুক্ত আলোচনা ও একটিভ মাদার্স ফোরামের পরবর্তী কর্ম-পরিকল্পনা নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখেন মিতু বেগম, সুফিয়া বেগম ও আছমা বেগম। সভায় ফোরামের ২১জন সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, টিআইবি কর্মীবৃন্দ ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত