• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ভিডিও কনফারেন্সে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ বৃহস্পতিবার  সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করবেন। উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে শিল্পকলা একাডেমি ভবনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
    বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশের ৪শ’ ৮৮টি উপজেলায় ‘উপজেলা শিল্পকলা একাডেমি ভবন’ নির্মাণ করা হচ্ছে। দেশে প্রথম পর্যায়ে যে কয়েকটি উপজেলায় ভবন নির্মাণ করা হচ্ছে তার মধ্যে একটি মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমি ভবন। এটি চাঁদপুর জেলার প্রথম উপজেলা শিল্পকলা একাডেমি ভবন।
    গজরা বাজারের পশ্চিম পাশে ২০১৬ সালের ৫ জুন ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। শুরুতে নির্মাণ ব্যয় ধরা হয়েছিলো ১ কোটি ৫৮ লাখ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুমি এন্টারপ্রাইজ শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমি উপজেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। সরকারের এলজিইডি বিভাগ ভবন নির্মাণ কাজে সহায়তা করেছে। উপজেলা ভবনগুলোতে তৃণমূল পর্যায়ে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা এবং প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা রাখা হচ্ছে। রয়েছে ৫শ’ আসনের একটি করে মুক্তমঞ্চ। মঞ্চের সাথে রয়েছে জলের ফোয়ারা, বাগান, মানুষের চলাফেরা করার স্পেস।
    উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, শিল্পকলা একাডেমির কার্যক্রম জেলা হতে উপজেলা পর্যায়ে বিস্তৃত হয়েছে। উপজেলা পর্যায়ে ভালো মিলনায়তন, মুক্তমঞ্চ ও অন্যান্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকার কারণে সংস্কৃতি চর্চা পিছিয়ে পড়ছিলো। মাননীয় প্রধানমন্ত্রীর এ পদক্ষেপের ফলে উপজেলার সংস্কৃতিকর্মীরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, তৃণমূলে সংস্কৃতি বিকাশের জন্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলা শিল্পকলা ভবন নির্মিত হচ্ছে। আমাদের প্রিয় নেতা মতলবের উন্নয়নের রূপকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির প্রচেষ্টায় আমরা প্রথমেই উপজেলা শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের অনুমোদন ও বরাদ্দ পেয়ে যাই। ভবনের কাজ শেষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১ নভেম্বর ভবনের উদ্বোধন করবেন। একাডেমি ভবনের ফলে গ্রাম পর্যায়ে নতুন প্রজন্ম তাদের মেধা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    

 

সর্বাধিক পঠিত