• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভিডিও কনফারেন্সে হাজীগঞ্জ-শাহরাস্তির শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। হাজীগঞ্জ উপজেলা পরিষদ ও শাহরাস্তি উপজেলা পরিষদে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপলক্ষে ইতিমধ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ঘোষণার মধ্য দিয়ে দেশের ১শ’ ৬টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণার সাথে যুক্ত হলো হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা।
    পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সূত্রে জানা যায়, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জন্মলগ্ন থেকে ২০০৮ সাল পর্যন্ত ৯০ হাজার ৩শ’ ৫ জন বিদ্যুতের গ্রাহক ছিলেন। বতর্মানে গ্রাহক সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৮শ’ ১০ জন। যা চলিত বছরসহ গত ১০ বছরে বিদ্যুতের গ্রাহক বেড়েছে ১ লাখ ৯০ হাজার ৫শ’ ৫ জন। গত ১০ বছরে বিদ্যুৎ বিতরণের লাইন বেড়েছে ১ হাজার ৪শ’ ৫২ কিলোমিটার। বিদ্যুৎ উপকেন্দ্র ছিলো ৩টি। এখন রয়েছে ৬টি।
    এদিকে বিদ্যুৎ চাঁদপুর পল্লী সমিতি-১-এর কার্যালযের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন ও শাহরাস্তি কালীবাড়ি মাঠে সন্ধ্যা ৬টায় ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সাড়ে ৬টায় বিদ্যুতায়নে সাফল্যের উপর ভিডিও ক্লিপ, থিম সং এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শন করা হবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৮টায় আলাদাভাবে আতশবাজি করা হবে।
    উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্যাহ্সহ সরকারি কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর কর্মকর্তাগণ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থাকবেন।
    চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অভাবনীয় সাফল্যের বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন বলে পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে।
    অপরদিকে শাহরাস্তিতে উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্যাহ্ মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটুস লরেন্স চিরানসহ সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত থাকবেন বলে জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্যাহ জানিয়েছেন।
    

 

সর্বাধিক পঠিত