• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের নতুন ইউএনও আলী আফরোজ

প্রকাশ:  ০১ নভেম্বর ২০১৮, ০০:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলার ২৫তম প্রশাসনিক প্রধান হিসেবে কর্মকাল শুরু করলেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোঃ আলী আফরোজ। নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাসিন্দা আলী আফরোজ ২৯তম বিসিএস-এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হন। তিনি সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
    ফরিদগঞ্জ উপজেলায় যোগদান পরবর্তী সময়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ সামনের দিনগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি ফরিদগঞ্জ উপজেলাকে নিজের উপজেলা হিসেবে সাজানোর চেষ্টা করবো। এজন্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বাধিক পঠিত